একই পরিবারের চারজনের মাটি চাপা দেওয়া দেহ উদ্ধার

ইডুক্কি, ২ অগাস্টঃ বাড়ির পিছনের জমির মাটি খুঁড়ে উদ্ধার হল একই পরিবারের চারজনের দেহ। কেরলের ইদুক্কি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দেহগুলির একটি উপর একটি করে মাটিচাপা দেওয়া ছিল। চারদিন ধরে নিখোঁজ ছিলেন মৃতরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ে আরশা (২১), ছেলে অর্জুন (১৯) কে নিয়ে ইডুক্কির মুন্ডনমুন্ডিতে বসবাস করতেন কৃষ্ণণ (৫২) ও তাঁর স্ত্রী সুশীলা (৫০)। কৃষ্ণণের রাবার চাষ করতেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের সঙ্গেও তাঁরা বেশি মেলামেশা করতেন না। বেশ কয়েকদিন ধরে চারজনকে বাড়িতে দেখতে না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। কৃষ্ণণের আত্মীয় ও প্রতিবেশীরা বুধবার সকালে খোঁজ নিতে বাড়িতে যাওয়ার পর রক্তের দাগ দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। আশপাশে তল্লাশির পর তাঁদের বাড়ির পিছন থেকেই উদ্ধার হয় চারজনের দেহ। দেহগুলি একটির উপর একটি রেখে আলগা মাটি চাপা দেওয়া ছিল। পুলিশ জানিয়েছে, প্রত্যেকের শরীরেই ক্ষতচিহ্ন রয়েছে। খুব সম্ভবত হাতুড়ি জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে চারজনকে। বাড়ি থেকে একটি হাতুড়ি ও ছুরিও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কৃষ্ণণ রাবার চাষের পাশাপাশি তন্ত্রচর্চা করতেন। তবে মৃত্যুর সঙ্গে এখনও তন্ত্রচর্চার কোনো যোগ পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ কোট্টায়াম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পুলিশ জানিয়েছে।

প্রতীকী চিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vsanSY

August 02, 2018 at 11:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top