নয়াদিল্লি, ২ অগাস্টঃ অসমের জীবনীপঞ্জি তৈরি করার ক্ষেত্রে কোনো সহযোগিতাই করেনি পশ্চিমবঙ্গ। আর তার জন্যই সমস্যা এত জটিল হয়েছে। ভারতের রেজিস্টার জেনারেল ও সেনসাস কমিশনার শৈলেশ এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অসমের তালিকা তৈরির সময় পশ্চিমবঙ্গ থেকে যত লোক সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল তার মধ্যে মাত্র ৬ শতাংশের তথ্য দিয়েছে রাজ্য। শুধু তাই নয়, কমিশন নিজস্ব লোক দিয়ে রাজ্য সরকারকে সহযোগিতা করেও কোনো ফল হয়নি। পশ্চিমবঙ্গের মতোই বিহার, চন্ডিগড়, মেঘালয়ের মতো রাজ্যগুলিও মাত্র ২-৭ শতাংশ তথ্য দিয়েছে। ফলে প্রায় পাঁচ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে অসমের মাগরিক জীবনীপঞ্জির তালিকা থেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LM0haz
August 02, 2018 at 11:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন