শিবগঞ্জে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পোড়াবাড়ী নামক এলাকায় শুক্রবার দুপুরে ১শ’ ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বর্ডার গাড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বর্ডার গাড ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি এক প্রেস নোটে জানান, দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি টহল দল সুবেদার ফজলুল হক এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পোড়াবাড়ী নামক এলাকায় অভিযান চালায়। এসময় ১৬৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।  যার আনুমানিক মুল্য ৬৬ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বারীনগর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫০ গ্রাম হেরোইন ও ১৫ বোতল মদ জব্দ করে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2BkEbHs

August 17, 2018 at 05:48PM
17 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top