করাচি, ১৭ অগাস্টঃ ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িত থাকার অপরাধে দশ বছরের জন্য নির্বাসিত করা হল পাকিস্তানের নাসির জামশেদকে। দেশের জার্সি গায়ে ৪৮টি একদিনের ম্যাচ ও ২টি টেস্ট খেলেছিলেন এই পাক ওপেনার। ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে খেলার সময় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। সেই নিয়ে জামশেদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা। তদন্তে সাহায্য না করার জন্য ইতিমধ্যেই পাক বোর্ড জামশেদকে একবছরের নির্বাসন দিয়েছিল। নির্বাসনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট এবং ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না জামসেদ, এমনটাই জানিয়েছেন পিসিবির আইনি পরামর্শদাতা তাফাজুল রিজভি। এদিকে, নাসির জামশেদ ছাড়াও পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছেন শার্জিল খান এবং খালিদ লতিফ। পাশাপাশি এক বছর নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে অলরাউন্ডার মহম্মদ ইরফানকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OM6ksT
August 17, 2018 at 08:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন