জলপাইগুড়ি, ১৬ অগাস্টঃ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টা স্টেশন রোডে সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো, রেসকোর্স পাড়ায় প্রধান বিচারপতির অস্থায়ী আবাসন, সার্কিট হাউস এবং জুবিলি পার্কের নির্মীয়মাণ আবাসন ঘুরে দেখেন তিনি।
১৭ অগাস্ট অস্থায়ী পরিকাঠামোয় সার্কিট বেঞ্চ উদবোধনের দিন ঘোষণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা হওয়ায় উদবোধন স্থগিত রাখা হয়েছে। এদিন আইনমন্ত্রী জেলা প্রশাসনকে সঙ্গে নিয়েই অস্থায়ী পরিকাঠামোর কাজ খতিয়ে দেখেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী পরিকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কবে উদবোধন হবে তা নিয়ে কোনো মন্তব্য চাননি মন্ত্রী। এদিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ছবিঃ সার্কিট বেঞ্চের কাজ দেখছেন আইনমন্ত্রী।– পূর্ণেন্দু সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MhGWhz
August 16, 2018 at 12:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন