নয়াদিল্লি, ১৬ অগাস্টঃ মুম্বই পুলিশের জালে ধরা পড়ল একটি আন্তর্জাতিক শিশু পাচারকারী দলের পাণ্ডা। জানা গিয়েছে, গুজরাটের বাসিন্দা রাজুভাই গামলেওয়ালা ওরফে রাজুভাই ২০০৭ সালে এই পাচারচক্র শুরু করে। এখনও পর্যন্ত ৩০০ বেশি শিশুকে মার্কিন মুলুকে পাচার করা হয়েছে।
জানা গিয়েছে, গুজরাটের গরিব পরিবারের ১১ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোর-কিশোরীদেরই পাচার করা হত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চরম অর্থাভাবে পড়েই পরিবারের লোকেরা এদের যত্সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিতেন। পাচার হয়ে যাওয়া শিশুদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। পাচারচক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KZbKhL
August 16, 2018 at 01:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন