র‌্যাবের হাতে অস্ত্রসহ ৪ জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে র‌্যাব অস্ত্র ও জেহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র ৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের সাইফুদ্দীন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ত্রিমোহনীর রুস্তুম আলীর ছেলে আব্দুল কাদের (৩০), কানসাট শিবনগরের আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও কানসাট বালুচর গ্রামের কুবেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ডগুলি, ৪০০ গ্রাম গান পাউডার, জেহাদী বইসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তারা সদস্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে আসছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2ogiNcX

August 28, 2018 at 05:52PM
28 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top