এশিয়ান গেমসে বজরংয়ের হাত ধরে ভারতে এল প্রথম সোনা

নয়াদিল্লি, ১৯ অগাস্টঃ এশিয়ান গেমসে সোনালি সফর শুরু ভারতের। দিনের শুরুটা হয়েছিল ব্রোঞ্জ দিয়ে। শেষদিকে সোনা দিয়ে দিন শেষ করলেন কুস্তিগির বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ে জাপানের তাকাতানি দাইচিকে হারিয়ে সোনা জিতলেন বজরং।

ফাইনালের আগে সবকটি রাউন্ডেই টেকনিক্যাল পয়েন্টে জিতেছিলেন ভারতীয় রেসলার। কিন্তু ফাইনালের লড়াইটা কঠিন ছিল। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই তাকাতানির কাছেই হারতে হয়েছিল বজরংকে। এশিয়াড ফাইনালেও তিনি কঠিন লড়াই দিলেন বিশ্বের অন্যতম সেরা রেসলারকে। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ূর চাপ সামলে বাজিমাত করলেন বজরংই। ফাইনাল ম্যাচটি তিনি জিতলেন ১১-৮ পয়েন্টের ব্যবধানে।

প্রথমে উজবেকিস্তানের সিরোজিদ্দিন খাসানভকে ১৩-৩-এ হারান পুনিয়া। কোয়ার্টারফাইনালে তাজিকিস্তানের আবদুলকোসিম ফইজিয়েভকে ১২-২-এ উড়িয়ে দেন। সেমিফাইনালে ১০-০-এ হারান মঙ্গোলিয়ার বাতমাগনাই বাতচুলুনকে।
২০১৪ সালের এশিয়ান গেমসে ৬১ কেজি বিভাগে রুপো জিতেছিলেন পুনিয়া। গত বছর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৬৫ কেজি বিভাগে সোনার পদক জিতেছিলেন তিনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N2p2f8

August 19, 2018 at 09:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top