উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ১৯ অগাস্টঃ টানা তিন দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করেছে উত্তরবঙ্গ। বঙ্গোপসাগরের ওপর লাগাতার নিম্নচাপ সৃষ্টি হওয়ায় জেরে উত্তরবঙ্গের আকাশ মেঘমুক্ত হয়ে পড়ায় তাপমাত্রার পারদ কিছুতেই নামছে না। এমন পরিস্থিতিতে কোচবিহার থেকে মালদা, সর্বত্রই শুরু হয়েছে বৃষ্টির খোঁজ। তবে তেমন সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। মঙ্গলবারের আগে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছে, সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা।
এদিন শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৩৭, কোচবিহারে ৩৬.১, আলিপুরদুয়ারে ৩৬.৩, মালদায় ৩৬.৮ এবং রাযগঞ্জে ৩৬.৫। তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই আদ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ শতাংশ কম থাকায়, অসহনীয় হয়ে পড়ছে গরম।
এদিন নজরকাড়া ভিড় ছিল শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। কিন্তু ক্লান্ত বাঘ মামাকে জল ছেড়ে উঠতেই দেখা যায়নি।
ছবিঃ সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PmXVNl
August 19, 2018 at 09:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন