রাজগঞ্জ, ৩০ অগাস্টঃ জাল নথি বানিয়ে বন বিভাগে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছে একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চক্রের তিনজনকে পাকড়াও করলেন বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসার বনকর্মীরা। ধৃতরা হল শিলিগুড়ি মাটিগাড়ার শুভম কুমার ঢালি, দমদমের প্রদীপ ঘোষ ও মালদার বিক্রম কুমার সিং। তাদের কাছ থেকে বেশকিছু জাল নথি, একটি ছোট গাড়ি এবং ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, খৈরুল হক নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয়। খৈরুলের কাছ থেকে ওই চক্রটি ২৫ হাজার টাকা নিয়েছিল এবং আরও টাকা দাবি করে। বিষয়টিতে সন্দেহ হওয়ায় বেলাকোবা রেঞ্জ অফিসে অভিযোগ করেন খৈরুল। ধৃতদের জেরা করে জানা গিয়েছে এই চক্রের আরও কয়েকজন কলকাতা, মালদহ এবং শিলিগুড়িতে রয়েছে। ধৃতদের রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সংবাদদাতাঃ রনজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wwBNrk
August 30, 2018 at 11:39AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন