শ্রীনগর, ৩০ অগাস্টঃ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে শাকিলকে গ্রেফতার করল এনআইএ। বৃহস্পতিবার সকালে এএনআই, সিআরপিএফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের রামবাগের বাড়ি থেকে গ্রেফতার করে শাকিলকে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য দেওয়ার অভিযোগ ছিল৷ জানা গিয়েছে, শাকিলের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যসম্বলিত নথি পাওয়া গিয়েছে। যার থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বহু তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারী সংস্থা এনআইএ মনে করছে। শাকিল আহমদ শ্রীনগরের কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে মেডিক্যাল অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করে৷ ২০১১ সাল থেকে সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য মামলায় শাকিল পুলিশের নজরে ছিল৷ এর আগে সালাউদ্দিনের এক ছেলে সৈয়দ শাহিদকে গ্রেফতার করা হয়৷ গতবছরই অর্থসংক্রান্ত মামলাতে গ্রেফতার হয় শাহিদ৷ অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ দিয়ে সাহায্য করত শাহিদ৷ আপাতত সে দিল্লির তিহার জেলে৷ তার বিরুদ্ধে তদন্তকারীরা ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oteoDP
August 30, 2018 at 11:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন