টাকার দামে রেকর্ড পতন

নয়াদিল্লি, ২৯ অগাস্টঃ ডলারের তুলনায় টাকার দাম রেকর্ড নীচে নামল। আজ ৪২ পয়সা বেড়ে এক ডলারের বিনিময়ে মূল্য পৌঁছেছে ৭০ টাকা ৫২ পয়সায়। যা ডলারের তুলনায় টাকার সর্বকালীন কম দাম। এমনিতে ডলারের চাহিদা বাড়ছিল। তার উপর আমেরিকা, চিনের শুল্ক যুদ্ধ ফের মাথাচাড়া দেওয়ার আশঙ্কায় আজ লগ্নি সরাতে শুরু করেন বিদেশিলগ্নিকারীরা। টাকার পতন রুখতে রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ দাবি করেছে শিল্পমহল। আজ দিনের শুরুতে সর্বকালীন সেরা উচ্চতা (৩৮৯৮৯.৬৫)-র রেকর্ড গড়লেও দিনের শেষে ১৭৩.৭০ পয়েন্ট পড়ে ৩৮৭২২.৯৩ পয়েন্টে পৌঁছেছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। ৪৬.৬ পয়েন্টে পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বন্ধ হয়েছে ১১৬৯১.৯০ পয়েন্টে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PlZCdn

August 30, 2018 at 12:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top