আজ অসমে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

শিলচর, ২ অগাস্টঃ এনআরসি নিয়ে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার অসমে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আট সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার  প্রতিনিধিদলটি বরাক উপত্যকার কাছাড় জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন। দলে থাকবেন ছয় সাংসদ, এক মন্ত্রী ও এক বিধায়ক। শিলচরে একটি ছোট সভা করার কথা রয়েছে তাঁদের। তবে কাছাড় জেলায় ১৪৪ ধারা জারি থাকায় সভা হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এনআরসি-র খসড়া প্রকাশ হওয়ার পরই প্রতিনিধিদলকে অসম পাঠানোর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কাছাড় প্রশাসনের তরফে ডেপুটি কমিশনার এস লক্ষ্মণন বলেছেন, সভার কোনও খবর তাঁদের কাছে নেই। কেউ কোনও অনুমতিও চায়নি। তবে ১৪৪ ধারা ভেঙে কেউ সভা করতে চাইলে বাধা দেবে প্রশাসন। গতকাল সংসদে শিলচরের কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবও জানিয়েছিলেন, তৃণমূলের প্রতিনিধিদলকে  শিলচরে স্বাগত। কিন্তু কোনোরকম উসকানিমূলক মন্তব্য করলে তাঁরা মেনে নেবেন না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vuacXv

August 02, 2018 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top