অন্যের লেখা নকল করলে বাতিল হবে পড়ুয়াদের রেজিস্ট্রেশন, শিক্ষকদের চাকরি, জানাল ইউজিসি

নয়াদিল্লি, ৩ অগাস্টঃ গবেষণারত কোনো পড়ুয়ার বিরুদ্ধে অন্য কারোর লেখা নকল করার অভিযোগ প্রমাণিত হলে বাতিল হবে তাঁর রেজিস্ট্রেশন। একইসঙ্গে চাকরি হারাবেন শিক্ষকরাও। এমনই নিয়ম চালু করছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(ইউজিসি)। এই নিয়ম অনুমোদন করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো পড়ুয়া অন্যের লেখা থেকে ১০ শতাংশ নকল করলে কোনো সমস্যা হবে না। ১০ থেকে ৪০ শতাংশ নকলের ক্ষেত্রে ৬ মাসের নতুন করে গবেষণাপত্র জমা দিতে হবে। নকল করার পরিমাণ ৪০ থেকে ৬০ শতাংশ হলে এক বছরের জন্য গবেষণাপত্র জমা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। ৬০ শতাংশের বেশি লেখা নকল বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট পড়ুয়ার রেজিস্ট্রেশনই বাতিল হবে।

শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত এবং গবেষণাপত্রের ক্ষেত্রে যদি ১০ থেকে ৪০ শতাংশ লেখা নকল বলে প্রমাণিত হয়, তাহলে সেই পাণ্ডুলিপি প্রত্যাহার করে নিতে বলা হবে। ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ লেখা নকল হলে সংশ্লিষ্ট শিক্ষকরা দু’বছরের জন্য নতুন মাস্টার্স, এমফিল, পিএইচডি-র তত্ত্বাবধানের দায়িত্বে থাকতে পারবেন না। বেতনও বাড়বে না। ৬০ শতাংশের বেশি লেখা নকল হলে তাঁদের সাসপেন্ড করা হবে, এমনকী বরখাস্তও করা হতে পারে।

কারও গবেষণাপত্র নিয়ে সন্দেহ হলে অভিযোগ জানানো যাবে ডিপার্টমেন্টাল অ্যাকাডেমিক ইন্টেগ্রিটি প্যানেলে। এরপর বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AElazp

August 03, 2018 at 10:22PM
03 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top