কার্সিয়াং, ৩ অগাস্টঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধস নামা বন্ধ না হওয়ায় শুক্রবার তৃতীয় দিনেও পাগলাঝোরার রাস্তা যান চলাচলের জন্য খুলে দিতে পারেনি প্রশাসন। ফলে টয়ট্রেনের পাশাপাশি এদিনও ওই জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তা পুরোপুরি বন্ধ থাকায় তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, পাগলাঝোরা এলাকার ব্যবসা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। কেউই মহকুমা সদর কার্সিয়াং যেতেও পারছেন না।
গত বুধবার দুপুর থেকে লাগাতার বড়ো বড়ো পাথর রাস্তায় পড়ে পাগলাঝোরায় হিলকার্ট রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ডিভিশন-৯) অজয় সিং বলেন, ‘ধস নামা বন্ধ হয়নি। এখনও অনবরত পাহাড়ের উপর থেকে বড়ো বড়ো পাথর রাস্তায় এসে পড়ছে। চারদিকে কুযাশায় এত ঢেকে রয়েছে যে ১৫-২০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না। এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা থেকে ধস সরানোর কাজও করা যাচ্ছে না।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LQfRlH
August 03, 2018 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন