ট্রেনে ইঁদুরের কামড়, যাত্রীকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চেন্নাই, ২৯ অগাস্টঃ ট্রেনে ইঁদুর কামড়ানোর অভিযোগে এক যাত্রীকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হল ভারতীয় রেলকে। শুধু তাই নয়, রেলকে চিকিৎসার খরচ বাবদ অতিরিক্ত আরও ২ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় কনজিউমার ফোরাম। ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম প্রেসিডেন্ট আর ভি দীনাদয়ালান এবং এস রাজালক্ষ্মী এই ক্ষতিপূরণের টাকা ভুক্তভোগী যাত্রী ভেঙ্কাটাচালামের হাতে তুলে দেন।

ভেঙ্কটাচালাম জানান, তিনি ২০১৪ সালের ৮ অগাস্ট চেন্নাই যাচ্ছিলেন। সেই সফরেই তিনি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। ইঁদুরের কামড় খান। তিনি জানান, টিকিট পরীক্ষককে বিষয়টি জানালেও তিনি বিষয়টিতে উদাসীন থাকেন এবং ফার্স্ট এইডের কোনওরকম ব্যবস্থাও করেননি তিনি।

টিটিই তাকে জানান, পরবর্তী স্টেশনে গেলে তাঁর চিকিৎসার ব্যবস্থা হতে পারে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের এগমোর স্টেশনে নেমে অভিযোগ দায়ের করেন তিনি এবং একটি বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য। পরে সরকারি হাসপাতালে ভরতি করা হয় তাকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LE9YD0

August 29, 2018 at 10:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top