কলকাতা, ২৩ আগস্ট- কলকাতাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় কলকাতার রেডরোডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ক্যুয়ারী ফাজলুর রহমান (ইমাম- ই- ইডেন)। এদিকে বাংলাদেশ উপ দূতাবাসে এ উপলক্ষে নামাজ আদায় করেন উপ হাই কমিশনের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। কলকাতার রেড রোড ছাড়াও পার্কসার্কাস, নাখোদা মসজিদ ও পশ্চিমবঙ্গের সব জেলাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শামিল হয়েছিল লাখো মুসল্লি। মুসল্লিরা দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদ উপলক্ষে নতুন পোশাকে বড়দের সঙ্গে উৎসবে মেতেছে শিশুরাও। পরে মুসল্লিরা মায়ার পশুকে ভক্তি ভরে আল্লাহর কাছে উৎসর্গের পর ও শুভেচ্ছা বিনিময়ের পর একে অপরকে দাওয়াত দিয়েছেন তারা। ফলে ছুটির মেজাজে ঈদুল আজহার আনন্দে মেতেছে সব সম্প্রাদায়ের মানুষসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। সেজেছে বিভিন্ন মহল্লা। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সূত্র: বাংলানিউজ আর/০৭:১৪/২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2w3lXF4
August 23, 2018 at 02:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন