বার্মিংহাম, ০৪ আগস্ট- এজবাস্টন টেস্টে জয়ের জন্য ভারতের লক্ষ্যটা খুব বড় নয়, ১৯৪ রানের। তবে ইংল্যান্ডের বোলিংয়ে এই লক্ষ্য তাড়া করতে নেমেও বিপদে আছে বিরাট কোহলির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেটে ৩৯ রান তুলেছে ভারত। তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। ইশান্ত শর্মার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। আট নাম্বারে নেমে স্যাম কুরান ৬৩ রানের এক ইনিংস খেলে না দিলে আরও কমেই থেমে যেত স্বাগতিকরা। ৬৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান কুরান। জনি বেয়ারস্টো ২৮ আর ডেভিড মালান করেন ২০ রান। ভারতের পক্ষে ৫১ রানে ৫টি উইকেট নেন পেসার ইশান্ত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং উমেশ যাদব নেন ২ উইকেট। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করলেও বিপদে পড়তে সময় লাগেনি ভারতের। মুরালি বিজয় আর শেখর ধাওয়ানের ১৯ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। বিজয়কে তিনি ফেরান ৬ রানে। এরপর ১৩ রান করা ধাওয়ানকে উইকেটের পেছনে ক্যাচ বানান ব্রড। ২২ রানেই ২ উইকেট হারায় ভারত। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vC5GWC
August 04, 2018 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top