ইংল্যান্ড-২৮৭ ও ১৮০ ভারত-২৭৪ ও ১১০-৫
বার্মিংহাম , ৩ অগাস্টঃ গতকাল বিরাটের ২২-তম শতরানের পর শুক্রবার মাঠে তাঁর বোলাররা ম্যাজিক দেখালেন। অশ্বীনের (৫৯-৩) স্পিনে মায়াজাল বিস্তারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল গতকালই। আজ সামি (৩৮-০), ইশান্ত (৫১-৫), উমেশরাও (২০-২) নিজেদের উজাড় করে দিলেন। গতকালে ৯-১ থেকে শুরু করে আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮০রানে। প্রথম ইনিংসের ১৩ রান মিলিয়ে মোট লিড ১৯৩ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ধাওয়ান-বিজয় হতাশ করলেন আবার। তিন নম্বরে কেএল রাহুল (১৩) ভরসা দেওয়ার ইঙ্গিত দিয়ে ব্যর্থ। অভিজ্ঞ রাহানেও (২) হতাশ করলেন যথারীতি। ভরসার নাম সেই বিরাট কোহলি (৪৩)। কার্তিককে (১৮) সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার দাযিত্বটা এখন অধিনাযকেরই কাঁধে। দিনের শেষে ভারতের সংগ্রহ ১১০-৫। ৮৪ রানে পিছিয়ে থাকা টিম ইন্ডিযা এখন ভরসা সেই কোহলি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O8UYP5
August 04, 2018 at 12:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন