কলকাতা, ৪ অগাস্টঃ নারদ ইশ্যু নিয়ে তদন্তের প্রাইমারি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করল সিবিআই। জানা গিয়েছে, এইবিষয়ে তদন্তের অগ্রগতি নিয়ে আগামী ছয়সপ্তাহের মধ্যে আরও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার মামলার শুনানিতে সিবিআই-এর আইনজীবী অমজিৎ দে জানিয়েছেন, নারদ স্টিং অপারেশনে ম্যাথু স্যামুয়েল যে ফোন ব্যবহার করেছিলেন সেটি আমেরিকার একটি সংস্থার। ওই মোবাইলের ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। ফলে সেগুলি ফের রিকভার করতে সময় লাগবে। তাই পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও তিন মাস সময় দেওয়া হোক। কিন্ত বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চ ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে জানিয়ে দেয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O7HUcW
August 04, 2018 at 02:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন