নয়াদিল্লি, ৪ অগাস্টঃ সুপ্রিমকোর্টের অষ্টমতম মহিলা বিচারপতি পদে নিযুক্ত হলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘ভারতীয় সংবিধানের ১২৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী এই ক্ষমতা প্রদান করা হল। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতি পদে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি। যেদিন থেকে তিনি তাঁর কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই এই ক্ষমতা কার্যকর হবে।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ এপ্রিল মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাজ হাইকোর্টের শীর্ষপদে বসা দ্বিতীয় মহিলা তিনি। তাঁর আগে এই পদে ছিলেন বিচারপতি কান্তা কুমারী ভাটনগর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M2YiOm
August 04, 2018 at 02:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন