বিশ্বরেকর্ড গড়ে ম্যারাথন জিতলেন কিপচোগে

বার্লিন, ১৭ সেপ্টেম্বরঃ ২০০৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে সোনা জিতে প্রথম নজরে আসেন। পাশাপাশি পরপর দুটি অলিম্পিকেও সোনা জেতেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার বিশ্বরেকর্ড গড়ে ম্যারাথনে সোনা জিতলেন কেনিয়ার তারকা ইলুড কিপচোগে। বার্লিনে দৌড় শেষ করতে তিনি ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড সময় নেন। ২০১৪ সালে ডেনিস কিমেটো ৭৭ সেকেন্ড বেশি সময় নিয়ে পোডিয়ামের শীর্ষে উঠেছিলেন। রবিবার ৩৩ বছরের কিপচোগে সেই রেকর্ড ভেঙে দেন।

বিশ্বরেকর্ড গড়ার পর কিপচোগে বলেছেন, ‘বিশ্বরেকর্ড গড়ে ম্যারাথন জিততে পেরে ভালো লাগছে। নিজের উপর কখনও বিশ্বাস হারাইনি। আজকে সেটার ফল পেলাম।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pfWep6

September 17, 2018 at 07:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top