ঢাকা, ১৭ সেপ্টেম্বর- এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলায় প্রথম ম্যাচেই চমক স্বাগতিক বাংলাদেশের। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। একের পর এক আক্রমণে গোলউৎসবে মেতে ওঠে মারিয়া মান্দারা। ম্যাচের শুরু থেকেই বাহরাইনের রক্ষণ ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে ২টি করে গোল করেন আনুচিং মোগিনি, শামসুন্নাহার জুনিয়র এবং অধিনায়ক মারিয়া মান্ডা, ১টি করে গোল করেন আনাই মোগিনি, সাজেদা, শামসুন্নাহার সিনিয়র এবং তহুরা। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে ২০১৬ সালে ঘরের মাঠে বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের কিশোরীরা। দুইবছর পর ফের ঘরের মাঠে খেলা। শনিবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে রোববার বাহরাইনের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ দল। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দল বাড়ায় ফরম্যাটেও পরিবর্তন এনেছে এএফসি। এবার চূড়ান্তপর্বে উঠতে দুটি পর্ব খেলতে হবে দলগুলোকে। প্রথম রাউন্ডের ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ উঠবে দ্বিতীয় পর্বে। সেখানেও খেলা হবে দুই গ্রুপে। সেখান থেকে চার সেমিফাইনালিস্ট উঠবে মূলপর্বে। এবারও মূলপর্বের স্বাগতিক থাইল্যান্ড। মূলপর্বে থাইল্যান্ড ছাড়াও সরাসরি খেলবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং জাপান। আগামী বুধবার লেবানন, ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত এবং গ্রুপের শেষ ম্যাচে ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সূত্র: যুগান্তর এমএ/ ০৬:২২/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MI6NL8
September 18, 2018 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top