আবু ধাবি, ১৯ সেপ্টেম্বর- ভারতের বিপক্ষে হংকং যে মানের ক্রিকেট উপহার দিয়েছে, তা বিস্ময়কর! নিজেদের এই পারফর্ম্যান্সের পর সন্তুষ্ট হলেও, কিছুটা আক্ষেপও প্রকাশ করলেন দলটির অধিনায়ক অংশুমান রাথ। ম্যাচশেষে তিনি বলেন, আমরা যা খেলেছি তা ভারতের বিপক্ষে খেলাটা সহজ নয়। কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে। শেষপর্যন্ত লড়াই করেছি। এটাই আমাদের মূল প্রাপ্তি। দলের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি। জানালেন, সবারই ডেডিকেশন ভালো ছিল। আমরা জয়ের জন্য খেলেছি। আমি ও নিজাকাত যেভাবে ব্যাট করেছি তা অন্যদেরও অনুপ্রাণিত করেছে। তবে অভিজ্ঞতা ও এরকম ম্যাচের মানসিক চাপই পার্থক্য গড়ে দিয়েছে। পাশাপাশি বিজয়ী দলের প্রশংসা করতেও কার্পণ্য করেননি অংশুমান। বললেন, শেখর ধাওয়ান খুবই ভালো খেলেছে। সে আধিপত্য বিস্তার করায় আমাদের জন্য সময়টা কঠিন হয়ে উঠেছিল। আমবাটি রাইডুও ভালো খেলেছে। এছাড়া একটা সময় পর তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছে তা প্রশংসনীয়। ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xxHw0I
September 19, 2018 at 04:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top