আবু ধাবি, ১৯ সেপ্টেম্বর- হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত জিতেছে মাত্র ২৬ রানে। শুধু কী তাই, ছোট দলটি ভারতের দেয়া ২৮৫ রানের জবাবে করেছে ২৫৯ রান! এছাড়া ম্যাচে প্রায় সমান তালে লড়াই করেছে তারা। ফলে অস্বস্তির কথাটাও স্বীকার করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তাদের ওপেনিং জুটি যে ধরনের ব্যাটিং উপহার দিল তা প্রশংসার যোগ্য। আমি মনে করি, তাদের পুরো টিমই অনেক ভালো খেলেছে। এটা অপ্রত্যাশিত হলেও, তাদের কৃতিত্ব দিতে হবে। নিজের দলের দুর্বলতাও গোপন করেননি ভারত অধিনায়ক। তার স্পষ্ট কথা, এই দলটি আসলে বেশ অনভিজ্ঞ। বিশেষ করে আমাদের বোলিং সাইডের কথাতো বলতেই হবে। মানসিক চাপ নেয়ার মত অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে শেষতক বোলাররা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে। ওপেনিং জুটির পতন ঘটিয়ে ধীরে ধীরে আমাদের স্বস্তি ফিরেয়ে এনেছে বোলাররা। সামনে পাকিস্তানের সাথে ম্যাচ। বলতে গেলে কোনো বিশ্রাম ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। তবে এ জয়ের পর পাকিস্তানকে নিয়ে সমীহই ঝরল রোহিতের কন্ঠে-পাকিস্তান বেশ শক্তিশালী দল। ওদের নতুন দলটা বেশ ভালো করছে। সুতরাং, আমাদের আরো ভালো খেলতে হবে। যেহেতু ওদের বোলিং লাইন আপ অনেক শক্ত, তাই আমাদের সেরাটাই দিতে হবে জিততে হলে। আবু ধাবি, ১৯ সেপ্টেম্বর- হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত জিতেছে মাত্র ২৬ রানে। শুধু কী তাই, ছোট দলটি ভারতের দেয়া ২৮৫ রানের জবাবে করেছে ২৫৯ রান! এছাড়া ম্যাচে প্রায় সমান তালে লড়াই করেছে তারা। ফলে অস্বস্তির কথাটাও স্বীকার করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তাদের ওপেনিং জুটি যে ধরনের ব্যাটিং উপহার দিল তা প্রশংসার যোগ্য। আমি মনে করি, তাদের পুরো টিমই অনেক ভালো খেলেছে। এটা অপ্রত্যাশিত হলেও, তাদের কৃতিত্ব দিতে হবে। নিজের দলের দুর্বলতাও গোপন করেননি ভারত অধিনায়ক। তার স্পষ্ট কথা, এই দলটি আসলে বেশ অনভিজ্ঞ। বিশেষ করে আমাদের বোলিং সাইডের কথাতো বলতেই হবে। মানসিক চাপ নেয়ার মত অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে শেষতক বোলাররা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে। ওপেনিং জুটির পতন ঘটিয়ে ধীরে ধীরে আমাদের স্বস্তি ফিরেয়ে এনেছে বোলাররা। সামনে পাকিস্তানের সাথে ম্যাচ। বলতে গেলে কোনো বিশ্রাম ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। তবে এ জয়ের পর পাকিস্তানকে নিয়ে সমীহই ঝরল রোহিতের কন্ঠে-পাকিস্তান বেশ শক্তিশালী দল। ওদের নতুন দলটা বেশ ভালো করছে। সুতরাং, আমাদের আরো ভালো খেলতে হবে। যেহেতু ওদের বোলিং লাইন আপ অনেক শক্ত, তাই আমাদের সেরাটাই দিতে হবে জিততে হলে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QFW1Im
September 19, 2018 at 04:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন