আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর- এশিয়া কাপের সুপার ফোরের সবশেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে বাংলাদেশ। টাইগারদের ছুঁড়ে দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা অবধি, পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান। অপরাজিত আছেন ইমাম উল হক (৩৯)। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামেন ইমাম উল হক এবং ফখর জামান। ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের করা প্রথম ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফখর জামান (১)। এরপর দ্বিতীয় ওভারে মোস্তাফিজের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবির ফাঁদে পড়েন বাবর আজম। দলীয় ৩ রানেই পাকিস্তান দুই উইকেট হারায়। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে আবারো হানা দেন মোস্তাফিজ। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ (১৮/৩)। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১২ রানেই টপঅর্ডারের তিন উইকেট হারায়। সেখান থেকে দলকে টেনে তোলেন মুশফিক-মিঠুন। মুশফিক ১১৬ বলে ৯টি চারের সাহায্যে ৯৯ আর মিঠুন ৮৪ বলে চার বাউন্ডারিতে ৬০ রান করেন। মাহমুদুল্লাহ ২৫, মাশরাফি ১৩, মিরাজ ১২ রান করেন। পাকিস্তানের জুনাইদ খান ৯ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন। শাহিন আফ্রিদি এবং হাসান আলি দুটি করে উইকেট তুলে নেন। একটি উইকেট পান শাদাব খান। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল গতবারের রানার্সআপ বাংলাদেশ। পরে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফির দলকে। সুপার ফোরে ভারতের বিপক্ষে পরাজয়ের পর টুর্নামেন্টে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টাইগারদের সামনে। আফগানদের সুপার ফোরের ম্যাচে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে মুশফিক-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই গতবারের মতো ফাইনালে ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজরা। এদিকে, গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের মিশন শুরু হয়। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারতে হয় বড় ব্যবধানে। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় সরফরাজ-শোয়েব মালিকরা। অন্য ম্যাচে ভারতের বিপক্ষে আরেকবার বড় ব্যবধানের পরাজয় মেনে নেয় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজ জিতলে পাকিস্তান ফাইনালে আবারো ভারতের মুখোমুখি হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেন। পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, বাবর আজম, ফখর জামান, ইমাম উল হক, হাসান আলি, জুনাইদ খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি এবং শাদাব খান। সূত্র: সারাবাংলা এমএ/ ১১:২২/ ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zwfPHV
September 27, 2018 at 05:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top