সাংবিধানিক গুরুত্ব রয়েছে এমন মামলায় লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বরঃ সংবিধানিকভাবে গুরুত্ব রয়েছে এমন মামলা শোনার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খান্ডউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ একথা জানিয়েছে আজ।

জানানো হয়, সুপ্রিম কোর্ট থেকে লাইভ স্ট্রিমিং চালু হবে। এবিষয়ে তৈরি হবে নিময়। লাইভ স্ট্রিমিংয়ের ফলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে।

সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জাইসিং চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্টে এবিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। লাইভ স্ট্রিমিং ও ওয়েবকাস্টের সমর্থনে পিটিশনে তিনি বলেছিলেন, সাংবিধানিক বা জাতীয় ক্ষেত্রে গুরুত্ব রয়েছে এমন মামলায় লাইভ স্ট্রিমিং জনমানসে একটি বিরাট প্রভাব পড়বে। তিনি আরও বলেন, তথ্য মুছে ফেলা বা কেউ ভুল তথ্য দিলে, পরে তার আর অস্বীকার করার উপায় থাকবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ihbf2I

September 26, 2018 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top