কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত পুলিশকর্মী, হারানো অস্ত্রের খোঁজে পুরস্কার ঘোষণা

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বরঃ  ফের কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের একটি থানায় রবিবার সকালে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, হামলার পর পাশের জঙ্গলে পালিয়ে গিয়েছে জঙ্গিরা। পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, বিধায়কের বাড়ি থেকে রাইফেল নিয়ে পুলিশকর্মীর গা ঢাকা দেওয়ার ঘটনায় পুরস্কার ঘোষণা করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ডিজি দিলবাগ সিং ঘোষণা করেছেন, প্রতিটি অস্ত্র উদ্ধার পিছু ২ লক্ষ টাকা করে পুরস্কার দেবেন। অভিযুক্ত স্পেশাল পুলিশ অফিসার আদিল বশির শেখ একে৪৭, ইনসাস রাইফেলগুলি জঙ্গিদের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আদিল কয়েকদিন আগে নিজের গ্রামে ফিরে গিয়েছিল। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ বিধায়কের বাড়িতে ফিরে আসে। সে মাঝে মাঝে বিধায়কের বাড়িতে রান্না করত। এদিনও নিজের জন্য রান্না করে। তারপর এক ফাঁকে রক্ষীদের জমা দেওয়া অস্ত্রগুলি বাড়ির পাশের সরু গলিতে নিয়ে যায়। সেখানে গাড়ি নিয়ে জঙ্গিরা অপেক্ষা করছিল। তারা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে যায়।পরে আদিলও এলাকা ছেড়ে চম্পট দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y1qHeP

September 30, 2018 at 11:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top