ওয়াশিংটন, ৩০ নভেম্বরঃ আগামী বছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবছরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবসে দিল্লি আসার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই এবার সাড়া দিতে চলেছেন ট্রাম্প। ২০১৯ সালের লোকসভা ভোটে আগে প্রধানমন্ত্রী হিসাবে শেষবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মোদি। তাই সেই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চান তিনি। তবে কবে ট্রাম্প ভারতে আসবেন তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের তরফে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রেসিডেন্ট ট্রাম্প উদ্যোগী। ফলে ভারত সফরে আসতেও তিনি যথেষ্ট উৎসাহী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OmWEIJ
September 30, 2018 at 11:29AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন