২০৩২ অলিম্পিক আয়োজন করতে রাজি দুই কোরিয়া

নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বরঃ দুই কোরিয়া যৌথভাবে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে রাজি। আজ পিওনইয়ংয়ে এই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে মউ স্বাক্ষর হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন।

২০৩২ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে দুই দেশের কোন শহরকে বেছে নেওয়া হবে, তা আলোচনার মাধ্যমে পরবর্তীকালে অলিম্পিক কমিটিকে জানানো হবে। ২০৩২ অলিম্পিক কোন শহরে আয়োজিত হবে, তা নিয়ে মুখ খোলেননি দুই দেশের প্রেসিডেন্ট।

২০২০ সালে অলিম্পিকের দায়িত্ব পেয়েছে টোকিও। ২০২৪ এর দায়িত্ব প্যারিসের ও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে। ২০২২ সালে উইন্টার অলিম্পিকের দায়িত্ব পেয়েছে বেজিং। ২০৩২ সালের অলিম্পিকের বিডিংয়ের জন্য পরিকল্পনা শুরু করেছে জার্মানি। অস্ট্রেলিয়াও ব্রিসবেনে অলিম্পিক আনতে উদগ্রীব। ২০৩২ অলিম্পিকের জন্য পরিকল্পনা শুরু করেছে ইন্ডিয়ান অলিম্পিক কমিটিও।

 

 

 

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DajuyJ

September 19, 2018 at 12:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top