মালদা, ১৯ সেপ্টেম্বরঃ এক যুবকে গুলি করল প্রতিবেশী এক যুবক। মঙ্গলবার গভীর রাতে মালদার কৃষ্ণপল্লি সাবওয়ে এলাকার ঘটনা। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পুরোনো শত্রুতার জেরে গুলি করা হয়েছে।
আক্রান্ত যুবকের নাম টোটোন চৌধুরি। জানা গিয়েছে, কিছুদিন আগে একটি মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করেন টোটোন। সেই থেকে ঝামেলার সূত্রপাত। গতকাল রাতে বাড়ি ফেরার সময় কৃষ্ণপল্লি সাবওয়ের কাছে টোটোন দেখতে পান এক ব্যক্তির সঙ্গে অলোক ঘোষের ঝামেলা চলছিল। সে সময় ঝামেলা থামাতে গেলে অলোক পিস্তল বের করে টোটোনকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। তারপরই পালিয়ে যায় অলোক, কৃষ্ণ ও তাদের দলবল। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দে ছুটে এসে টোটোনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।
টোটনবাবুর দাদা সঞ্জয় চৌধুরি জানান, কিছুদিন আগে কৃষ্ণ ও অলোক নামে স্থানীয় দুই যুবক একটি মেয়ের হাত ধরে টানাটানি করছিল। সে সময় প্রতিবাদ করে তাঁর ভাই টোটোন। তাদের শাস্তি দিতে চড় মারেন তিনি। সেই রাগে অনেকবার তাঁকে ও তাঁর ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে তারা। সেই পুরোনো শত্রুতার জেরে গতকাল রাতে তাঁর ভাইকে বন্ধুবান্ধবদের দিয়ে মদ খাইয়ে মারার চেষ্টা করে অলোক, কৃষ্ণ সহ ১০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অলোক ঘোষ তৃণমূলের সক্রিয় কর্মী। এলাকায় বেশ দাপট রয়েছে তার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NqobJt
September 19, 2018 at 01:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন