ক্যাব বুকিং বাতিল করলে জরিমানা দিতে হতে পারে চালকদের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বরঃ ক্যাব বুকিং কনফার্ম হল। এরপর চালক ফোন করে লোকেশন তথ্য জেনে নিয়ে গন্তব্যস্থল তার অপছন্দ হলে প্রায়ই নানা অজুহাতে ক্যাব বুকিং ক্যানসেল করে দেয়। এমন ভিজ্ঞতা আমাদের প্রায়ই হয়ে থাকে।

তবে শীঘ্রই এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে চলেছে দিল্লি সরকার। কেজরিওয়াল সরকারের এক খসড়া প্রস্তাব বুকিং বাতিলে দু’বার ভাবতে বাধ্য করবে অ্যাপ নির্ভর ক্যাব পরিসেবার চালকদের।
পূর্তমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করেছে দিল্লি সরকার। এই কমিটি অ্যাপ-ক্যাব নীতি নিয়ে সম্প্রতি এক খসড়া প্রস্তাব জমা দিয়েছে। যেখানে বলা হয়েছে, বুকিং বাতিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ক্যাব চালকদের। এছাড়াও বিভিন্ন সময়ে সারচার্জের অভিযোগও খতিয়ে দেখেছে কমিটি। এরজন্য পরিবহন দফতর নির্ধারিত ন্যূনতম ও সর্বোচ্চ ভাড়া মেনে চলার কথা বলা হয়েছে রিপোর্টে। এক্ষেত্রেও নির্দেশিকা না মানলে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ক্যাব সংস্থার। শুধু তাই নয়, অ্যাপ-ক্যাবে ঘটে যাওয়া কোনও অপরাধের সঠিক রিপোর্ট না করলে চালককে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলেও প্রস্তাব দিয়েছে কমিটি।
যদিও এই খসড়া প্রস্তাব কবে আইনে পরিণত হবে, তা এখনও নিশ্চিত নয়। রিপোর্টের খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তা স্বাগত জানান নেটিজেনরা। দিল্লির পরে দেশের অন্য বড় শহরগুলিতেও এই ধরনের আইনের দাবি উঠতে পারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zERAXY

September 29, 2018 at 08:51PM
29 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top