আবু ধাবি, ২৮ সেপ্টেম্বর- অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। বিকালে গড়াচ্ছে এশিয়া কাপের চূড়ান্ত মহারণ। যেখানে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। এ মহারণে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চায় দুই দলই। ফলে নিজেদের সেরা দলটাই মাঠে নামাতে চায় তারা। ফাইনালে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে চলছে চূড়ান্ত কাটাছেঁড়া। ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার মুখ থুবড়ে পড়ছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। শেষ মুহূর্তে হয় মুশফিক, নয় মাহমুদউল্লাহ এসে দলের হাল ধরছেন। নতুনরা বারবার ব্যর্থ হচ্ছেন। মুমিনুলকে দুই ম্যাচে সুযোগ দেয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকারকে ওপেনিংয়ে নামানো হলেও তিনি ব্যর্থ। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে এ দুই মুখের যেকোনো একজনকে বাদ পড়তে হতে পারে। সেক্ষেত্রে মুমিনুলের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দলীয় সূত্র অন্তত তাই বলছে। কারণ, সৌম্যকে দিয়ে বল করাতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে মুমিনুলের স্থলাভিষিক্ত হতে পারেন আরিফুল হক। ব্যাট চালানোর পাশাপাশি হাতও ঘোরাতে পারেন তিনি। করতে পারেন মিডিয়াম পেস। আবার উইনিং কম্বিনেশনের কথা চিন্তা করে কোনো পরিবর্তন নাও আসতে পারে। ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১) লিটন দাস ২) ইমরুল কায়েস ৩) মিথুন আলি ৪) মুশফিকুর রহিম ৫) সৌম্য সরকার ৬) মাহমুদুল্লাহ রিয়াদ ৭) মেহেদি হোসেন মিরাজ ৮) মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ৯) মোস্তাফিজুর রহমান ১০) রুবেল হোসেন ১১) আরিফুল হক তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xQPRfS
September 28, 2018 at 04:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন