কলম্বো, ১৮ সেপ্টেম্বর- শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারতের নারীদের কাছে সিরিজ হেরেছে লঙ্কান নারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মিতালি রাজের দল। পরশু সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কান নারীদের বিপক্ষে তিন উইকেটে হেরেছে ভারত। এই হারের সঙ্গে আরো একটি লজ্জা পেতে হয়েছে ভারতীয় সমর্থকদের। খেলা চলাকালীন পাঁচজন ভারতীয় দর্শককে পুলিশের কাছে হস্তান্তর করে শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি দমন বিভাগ। মাঠে সন্দেহজনক আচরণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তদের অদ্ভূত আচরণের জন্য প্রথমে কর্তৃপক্ষ মাঠ থেকে বের করে দেয়। পরবর্তীতে তদন্তের জন্য পাঁচ দর্শককে আটক করে লঙ্কান পুলিশ। এক লঙ্কান ক্রিকেট বোর্ড কর্মকর্তা বলেন, আমাদের মনে হচ্ছিল মাঠে তাদের আচরণ সন্দেহজনক। তারা মাত্রাতিরিক্ত মোবাইলে কথা বলছিল। ওদের মাঠ থেকে বের করে দেওয়ার অধিকার আছে। আমরা সেটাই করেছি। পুলিশ তদন্তে জন্য তাদের আটক করেছে। তথ্যসূত্র: প্রতিদিনের সংবাদ এইচ/১০:৪১/১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PL0DM3
September 18, 2018 at 04:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন