আবু ধাবি, ১৮ সেপ্টেম্বর- ২০ সেপ্টেম্বর গ্রুপ বি-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ওই ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। মেয়ের অসুস্থতাজনিত কারণে তিনি দেশে ফিরে আসছেন বলে জানা গেছে। বিসিবি সূত্র জানিয়েছে, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ২০ সেপ্টেম্বর সাকিব আবারও দুবাইয়ে ফিরতে পারেন। জানা গেছে, দুবাই হোটেলে অসুস্থ হয়ে পড়েছে সাকিবকন্যা আলাইনা হাসান অব্রি। কন্যাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব। এদিকে ইনজুরির কারণে আজ দেশে ফিরে আসছেন সময়ের আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল। এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তার। ফলে বৃহস্পতিবার তরুণ আফগানিস্তানের বিপক্ষে তামিম ও সাকিব ছাড়াই নামছেন মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় খেলাটি শুরু হবে। এদিকে পাঁজরের ইনজুরিতে আছেন শ্রীলংকার বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান ও জয়ের নায়ক মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের বাঁ পাঁজরের ৯ নম্বর হাড়টা ভেঙে গেছে বলে জানা গেছে। টেপ লাগিয়ে, ট্যাবলেট খেয়ে খেলছেন তিনি। দিনে ৬টির মতো করে ব্যথানাশক ওষুধ খেয়ে দুবাইয়ের তীব্র গরমে ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছেন টাইগার হিরো মুশফিক। তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xibuWW
September 18, 2018 at 05:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন