নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর ঃ ভারতে সমকামিতাকে আইনি বৈধতা দিল সুপ্রিমকোর্ট। সমকামিতা কোনো অপরাধ নয়, দুজন প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের মানুষ সম্পর্কে আবদ্ধ হতেই পারেন। ৩৭৭ ধারা বাতিল করে এমনটাই রায় দিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। ব্রিটিশ আমলে সমকামিতাকে অপরাধ ঘোষণা করা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায়। স্বাধীনতার পরেও থেকে গিয়েছিল সেই আইন। এই আইনের জেরে একজন সমকামীর ১০ বছরের জেল হতে পারত এতদিন। এর আগে দিল্লি হাইকোর্ট সমকামিতাকে মান্যতা দিলেও সুপ্রিমকোর্ট তা বাতিল করে দেয়। এরপরই এলজিবিটি সম্প্রদায়ের তরফে পাঁচজন বিশিষ্ট ব্যক্তি সুপ্রিমকোর্টকে বিষয়টি ফের একবার বিবেচনা করতে আবেদন জানান। পাঁচ বছর ধরে শুনানি চলার পর শেষ পর্যন্ত এলজিবিটি সম্প্রদায়ের পক্ষেই রায় দেন বিচারপতিরা। প্রধান বিচারপতি বলেছেন, সমকামিতাকে অপরাধ বলা হয়েছে বলে এলজিবিটি কমিউনিটির মানুষজন সবসময় ভয়ে ভয়ে থাকেন। কিন্তু এখন থেকে সমকামিতা আর অপরাধ বলে গণ্য করা হবে না। দুই ব্যক্তি স্বেচ্ছায় সমকামিতায় লিপ্ত হলে কারও কিছু বলার নেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NpOgYe
September 06, 2018 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন