জেএনআইএম-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা

ওয়াশিংটন, ৬ সেপ্টেম্বরঃ জামাত নুসরত আল ইসলাম ওয়াল মুসলিম বা জেএনআইএম-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকার। ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা মেনে জেএনআইএম-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়াও বিশ্বব্যাপী সাড়া ফেলা জঙ্গি সংগঠন বা স্পেশালি ডেশিগনেটেড গ্লোবাল টেরেরিস্ট-ও বলা হচ্ছে।

জানা গিয়েছে, মালিতে আলকায়দার অন্যতম শাখা হিসেবে জেএনআইএম বিভিন্ন আত্মঘাতী বিস্ফোরণ, অপহরণের সঙ্গে যুক্ত ছিল। ওয়াশিংটন সন্ত্রাসদমন শাখার কো-অরডিনেটার নাথান এ সালেস জানিয়েছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জেএনআইএম আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের পক্ষেই বিপদজনক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PEgoVd

September 06, 2018 at 01:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top