কলকাতা, ০২ সেপ্টেম্বর- বন পরিষ্কার করতে গিয়েছিলেন শ্রমিকরা। ময়লার ব্যাগ ভেবে কুড়িয়ে নেয় প্লাস্টিকের ব্যাগ। কিন্তু সেই ব্যাগে যে রয়েছে সদ্যোজাত শিশুর মৃতদেহ, তা ভাবাই ছিল অকল্পনীয়। ব্যাগ ভারী মনে হওয়ায় মুখ খুলে দেখতে পান যে, ব্যাগের মধ্যে রয়েছে একাধিক সদ্যোজাত শিশুর লাশ। অবস্থা দেখে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর ভারতীয় গণমাধ্যমের। শ্রমিকরা প্রায় একই রকম আরও কয়েকটি ব্যাগ দেখতে পায়। সব ব্যাগেই পাওয়া যায় নবজাতকের মৃতদেহ। সর্বমোট ১৪টি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে রোববার দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার রাজা রামমোহন সরণিতে এ ঘটনা ঘটেছে। নবজাতকদের মৃতদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে কিছু দেহ কয়েক দিনের মধ্যে ফেলা হয়েছে। অনেক দেহে কঙ্কাল বেরিয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা এলাকা পরিদর্শন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এমএ/ ০৮:০০/ ০২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PoUmFI
September 03, 2018 at 12:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন