হায়দরাবাদ, ২ সেপ্টেম্বরঃ হায়দরাদাদে সুইডিশ মাল্টিন্যাশনাল গ্রুপ আইকিয়ার প্রথম স্টোর খোলার পর থেকেই গ্রাহকদের ভিড় উপচে পড়ছে। সেই স্টোরেরই রেস্তোরাঁ থেকে বিরিয়ানি খেতে গিয়ে হোঁচট খেলেন হায়দরাবাদের এক ক্রেতা। আবিদ মহম্মদ নামে ওই ব্যক্তি জানান, শুক্রবার, আইকিয়ার একটি রেস্তোরাঁয় ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। তবে বিরিয়ানি খেতে গিয়ে সেখানে মরা পোকার দেহাংশ পেয়ে তিনি স্টোর ম্যানেজমেন্ট ও মিউনিসিপ্যাল অথরিটির কাছে অভিযোগ করেন।
বিরিয়ানিতে পোকা পাওয়ার বিষয়টি তিনি টুইটে পোস্ট করেন। প্রাথমিক তদন্তের পর, আইকিয়ার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঘটনার কথা স্বীকার করে ওই ক্রেতার কাছে ক্ষমা চেয়েছে আইকিয়া। এরপর ওই সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরবর্তীতে এমন ভুল যাতে না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
#Ikeahyderbad Today I found caterpillar in my veg biryani. Very unfair of food @TV9Telugu @KTRTRS sir @hydcitypolice @THHyderabad @Abnandhrajyothi pic.twitter.com/jumiED25fs
— Abeed Mohammad (@abeedmohammed9) August 31, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NGemmG
September 02, 2018 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন