হিজবুলের হুমকির জের, কাশ্মীরে ইস্তফা ৪০ জন পুলিশকর্মীর

শ্রীনগর, ২৬ সেপ্টেম্বরঃ কয়েকদিন আগেই উপত্যকার পুলিশ ও সেনা জওয়ানদের ইস্তফা দিতে বলে একটি ভিডিয়ো প্রকাশ করেছিল হিজবুল জঙ্গিরা। কেন্দ্র সেটিকে সন্ত্রাসবাদীদের ‘মিথ্যা প্রচার’ বললেও এর প্রভাব পড়েছে দক্ষিণ কাশ্মীর পুলিশে। ইতিমধ্যেই প্রায় ৪০ জন পুলিশকর্মী পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরে তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করে জঙ্গিরা। ঘটনার ঠিক তিনদিন পরে হিজবুল মুজাহিদিনের তরফে একটি হুমকি ভিডিয়ো দেওয়া হয় পুলিশকর্মীদের। ওই ভিডিয়ো বার্তায় পুলিশ ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ তাদের কথা মতো কাজ না করলে প্রাণনাশের হুমকিও দেয় জঙ্গি সংগঠনটি৷

এই ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশ প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যার জেরে ইতিমধ্যেই ৪০ জন পুলিশকর্মী পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। হুমকির জেরেই তাঁরা পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনাকে তেমন আমল দিতে নারাজ জম্মু-কাশ্মীর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে প্রায় ৩০ হাজার পুলিশকর্মী রয়েছেন। চাকরি ছাড়ার সংখ্যাটি তুলনায় নগণ্য বলেই মত পুলিশের। যদিও জম্মু-কাশ্মীর পুলিশের অফিসার ও তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেতন বাড়ানোর কথাও বলা হয়েছে। তবুও ৪০ জন চাকরিতে ইস্তফা দিলেন। তাঁদের কাছে চাকরির থেকে পরিবারের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ। তবে এই নিয়ে আপাতত উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DuGhW3

September 26, 2018 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top