আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর - এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে ফাইনালের উঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা ও গাজি টিভি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলার রয়েছে পাকিস্তানের। মোহাম্মদ আমির, হাসান আলীসহ দুই স্পিনার যেকোনো সময় বিপক্ষ দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। এশিয়া কাপের চলতি আসরে জ্বলে উঠতে পারেনি দলের বোলাররা। আর সেই সুযোগটাই বাংলাদেশ দল নিতে চায়। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) টিম হোটেলে পাকিস্তানি বোলার হাসান আলী বলেন, বাংলাদেশকে অলআউট করতে আমার পাঁচ ওভার বলও করা লাগবে না। কথাটি অবশ্যই হাসি ঠাট্টার ছলে বলা তবুও এটাকে হুমকি হিসেবেই নিতে হবে বাংলাদেশকে। কারণ ছন্দ হারানো এই পাকিস্তানী বোলাররা যেকোন মুহূর্তে জ্বলে উঠতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এদিকে বাংলাদেশ দলের হয়ে ওপেনে কে ব্যাটিং করবে তা নিয়ে সংশয় থাকলেও মোটামুটি গুঞ্জন বাদ পড়েছেন শান্ত, দলে ঢুকবেন সৌম্য। সৌম্যের একমাত্র সেঞ্চুরি তিন বছর আগে এই পাকিস্তানের সাথে করা। মুখিয়ে আছেন তিনিও। স্মরণীয় এক প্রত্যাবর্তনের আশায় চেয়ে আছে বাংলাদেশ। এমএ/ ০৩:৩৩/ ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xOk27D
September 26, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top