সিমকার্ড হ্যাক করে টাকা লোপাট

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ সিমকার্ড পুরনো হয়ে গিয়েছে। এই কার্ড এবার বন্ধ করে দেওয়া হবে। মোবাইল সংস্থার কর্মীর কাছ থেকে এই ফোন পেয়ে বিচলিত হয়ে গিয়েছিলেন আনন্দপুরের বাসিন্দা। তাদের কথামতো মেসেজ করেছিলেন। তারপরই ‘হ্যাক’ হয়ে যায় তাঁর মোবাইল। নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তুলে নেয় হ্যাকাররা। ঘটনার চার মাস পর ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই সময় পূর্ব কলকাতার আনন্দপুরের আর আর প্লটের বাসিন্দা বারাণসীলাল সিং বিশেষ কাজে পাটনায় গিয়েছিলেন। একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। এক ব্যক্তি নিজেকে মোবাইল সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। ব্যাংকের মেসেজ পেয়েই তিনি জানতে পারেন, আনন্দপুর শাখায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে এক লক্ষ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলেও ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। এরপরই তিনি আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xTJ4C6

September 26, 2018 at 03:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top