ভারত থেকে খোয়া যাওয়া ৫০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার অস্ট্রেলিয়ায়

তিরুবন্তপুরম, ১৫ সেপ্টেম্বরঃ এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ শতকে তৈরি হওয়া নৃত্যরত শিব নটরাজের একটি মূর্তি সম্প্রতি প্রদর্শিত রয়েছে অ্যাডিলেডের আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়াতে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই আর্ট গ্যালারি স্বীকার করে নিয়েছে সেখানে প্রদর্শিত মূর্তি ভারত থেকে চোরাই পথে সে দেশে গিয়েছিল।

জানা গিয়েছে, ১৯৭০ সালে তামিলনাড়ুর নেল্লাইয়ের একটি মন্দির থেকে এই মূর্তি চুরি হয়েছিল। মূর্তিটি। মূর্তিটি ৭৬ সেমি লম্বা এবং ১০০ কেজি ওজন। ১৯৫৮ সালে তোলা ছবি থেকেই শনাক্ত করা গিয়েছে মূর্তিটিকে। ২০০১ সালে ৩ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে এজিএসএ মূর্তিটি কেনে। আইপিপি-র রিপোর্ট অনুযায়ী, নিউ ইয়র্কের এক ডিলার সুভাষ কাপুরের থেকে কেনা হয় মূর্তিটি।

ওই মন্দির থেকে যে চারটি দুষ্প্রাপ্য মূর্তি চুরি হয়েছিল তার মধ্যে অন্যতম এটি। তবে চুরির খবর সামনে আসে ১৯৮২ সালে। আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের তরফে সব রকম সহযোগিতা করা হবে। কীভাবে এই মূর্তি ভারতের হাতে ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়টিও খতিয়ে দেখবে তারা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dbntvd

September 15, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top