বেঙ্গালুরু, ১৫ সেপ্টেম্বরঃ বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য ক্যাব ডেকেছিলেন এক যাত্রী। কিন্তু ক্যাবে উঠে বুঝলেন চালক মদের নেশায় বুঁদ। গাড়ি চালানোর ক্ষমতা নেই তার। গত্যা চালককে পেছনের সিটে শুইয়ে নিজেই গাড়ি চালালেন যাত্রী।
বেঙ্গালুরুর ঘটনা। যাত্রীর অভিযোগ, ক্যাব ডাকা হলে যে গাড়ি নিয়ে যে চালকের আসার কথা ছিল সেই চালক না এসে, অন্য এক ব্যক্তি গাড়ি নিয়ে আসেন। এমনকী ওই চালকই যাত্রীকে জোর করেন গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত চলে যাওয়ার জন্য। ট্যুইটার অ্যাকাউন্টে সূর্য ওরুগান্তি নামে ওই যাত্রী বলেছেন, কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করেছিলেন। সেইমত ক্যাব এলেও, গাড়ির চালক অন্য ছিলেন ও মদ্যপ অবস্থায় ছিলেন। চালকের আসনে ওই যাত্রী বসার পর ভিডিয়ো রেকর্ডিং করেন ও উবের ইন্ডিয়ায় অভিযোগ করেন।
উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের সেফটি টিম গুরত্বের সঙ্গে দেখছে।
@Uber_India, the ride back from Bangalore airport was not quite what I expected. The driver was drunk and drowsy. I had to pull the car over to the side and I drove all the way home. Pic with the driver in the rider seat passed out.
You need to fix this @Uber , @Uber_Support pic.twitter.com/G7LB0caeTM— Surya Oruganti (@suryaoruganti) September 9, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CXRyOw
September 15, 2018 at 05:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন