কলকাতার বাগরি মার্কেটে আগুন, বিপুল ক্ষয়ক্ষতি

কলকাতা. ১৬ সেপ্টেম্বর ঃ ফের আগুন কলকাতার বাজারে। এবার আগুনের গ্রাসে ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট। শনিবার রাত আড়াইটে নাগাদ শতবর্ষ পুরনো এই বাজারে আগুন লাগে। বাজারের মধ্যে একটি ছয়তলা বাড়িতে প্রথমে আগুন লাগে। বাড়ির  পুরোটাই গ্রাস করে নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। দাহ্যবস্তু ঠাসা থাকায় ক্রমশ বাড়তে থাকে আগুনের মাত্রা। আশপাশেও ছড়িয়ে পড়়ে আগুন। ঘটনার খবর  পেয়ে বাগরি মার্কেটে আসেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার রাজীব কুমার। প্রায় সাত ঘণ্টার বেশি সময় কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূ্ত্রে জানা গিয়েছে। মেয়র জানিয়েছেন, খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে কিছু বলা সম্ভব নয়। গভীর রাতে আগুন লাগায় প্রাণহানিও হয়নি বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। অন্যদিকে, পুজোর মুখে শহরের অন্যতম হোলসেল মার্কেটে আগুন লাগায় মাথায় হাত ব্যবসায়ীদের। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  ব্যবসায়ীরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NLmi9O

September 16, 2018 at 10:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top