কলকাতা, ১৫ সেপ্টেম্বরঃ বাংলা ছবিকে বাঁচাতে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে ছবি প্রদর্শনীর প্রাইম টাইম-এ নিয়মিত বাংলা ছবি চালানো বাধ্যতামূলক করে নতুন নোটিশ জারি করা হয়েছে।
রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেকটি সিনেমা হলে এবং মাল্টিপ্লেক্সের অন্তত একটি স্ক্রিনে নিয়মিত বাংলা ছবি দেখাতে হবে। প্রতি দিন প্রাইমটাইমে একটি করে শো-এর হিসেবে বছরে অন্তত ১২০ দিন বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে এই বিজ্ঞপ্তি মোতাবেক। এই নিয়ম রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রযোজ্য হবে। প্রাইমটাইম বলতে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ধরা হবে। তবে এই তালিকা থেকে রাজ্যের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নিয়ন্ত্রিত এলাকাকে বাদ দেওযা হযেে।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, আমি খুশি সরকারের এই সিদ্ধান্তে। এতে বাংলা সিনেমার খুব ভালো হবে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা খুব ভালো আইডিয়া। খুব ইতিবাচক পদক্ষেপও বটে। এমন একটি সিদ্ধান্তের জন্য টলিউড বহুকাল ধরে অপেক্ষা করছিল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xkgmKH
September 15, 2018 at 11:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন