লন্ডন, ১৬ সেপ্টেম্বরঃ বিক্রি হয়ে গেল স্কটল্যান্ডের ঐতিহাসিক ইডেন ম্যানসন। ১৮৬০ সালে তৈরি প্রাসাদটির ক্রেতা একজন ভারতীয়। প্রাসাদের প্রাক্তন মালিক তথা স্কটল্যান্ডের বৃহত্তম হুইস্কি প্রস্তুতকারক আর্ল হেগের পরিবারের তরফে একথা জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই ভারতীয়ের পরিচয় জানা যায়নি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খরব অনুযায়ী, ক্রেতা তাঁর স্কটল্যান্ডে পড়তে যাওয়া মেয়েকে উপহার দেওয়ার জন্য ইডেন ম্যানসন কিনেছেন। প্রাসাদ কিনতে খরচ হয়েছে ২০ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা।
যে এস্টেট এজেন্সির মাধ্যমে প্রাসাদটি বিক্রি হয়েছে তাদের একজন মুখপাত্র জানিয়েছেন, ইডেন ম্যানসনের নতুন মালিক ভারতীয় পরিবারটি কিছু দিনের মধ্যেই সেখানে থাকতে শুরু করবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QBBJQy
September 16, 2018 at 10:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন