নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্ম শার্ধশতবার্ষিকী। এবার জাতির জনকের জন্মদিন ঘিরে কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ পরিকল্পনা। তারই একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘স্বচ্ছতা হি সেবা ২০১৮’।
সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’-কে প্রতিটি মানুষের মনে প্রবেশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। যার প্রাথমিক লক্ষ্য হল রাস্তাঘাটের পাশাপাশি ভারতের প্রত্যেক শহরকে পরিষ্কার রাখা। তাই এবার বিভিন্ন পেশার ‘সেলিব্রিটি’-দের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে সরকারের তরফে। ক্রীড়াক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ, সুরেশ রায়না, মহম্মদ কাইফ, অজিঙ্ক রাহানের পাশাপাশি বাংলা থেকে প্রধানমন্ত্রীর চিঠি পাওয়া আরেক ব্যক্তিত্ব হলেন শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা। আগামী ২ অক্টোবর ‘স্বচ্ছতা হি সেবা ২০১৮’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋদ্ধিকে চিঠি লিখে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চিঠির প্রাপ্তিস্বীকার করে ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঋদ্ধিমান সাহা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের অংশগ্রহণ সম্পর্কেও লেখেন। এ ছাড়াও স্বচ্ছ ভারত গড়তে তিনি নিজেও যথাসাধ্য ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
Thank You @narendramodi Ji for writting this letter to me. I will definitely try my best to contribute my part in this mission for a cleaner India, to start with.. keeping my immediate surrounding clean and a healthy place. Jai Hind. #SwachhataHiSevaMovement #SwachhBharat pic.twitter.com/WB3sN5ySfN
— Wriddhiman Saha (@Wriddhipops) September 16, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OtR3wS
September 16, 2018 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন