দুবাই, ১৬ সেপ্টেম্বর- এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১১৭ রানের ছোট টার্গেট দিয়েছে হংকং। টস জিতে প্রথমে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় অংশুমান রাথরা। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং অধিনায়ক অংশুমান রাথ। অধিনায়ক অংশুমান রাঠ ব্যাট করতে শুরু করলেও ব্যক্তিগত ১৯ রানে তাকে ফিরিয়ে দেন পেসার ফাহিম আশরাফ। এরপর ক্রিস্টোফার কার্টার ফিরেছেন হাসান আলির বলে। করতে পেরেছেন মাত্র ২ রান। এরপরই শাদাব খানের স্পিন ম্যাজিকে প্যাভিলিয়নে ফিরেছেন বাবর হায়াত ও এহসান খান। এরপর আইজাজ খান ও কিঞ্চিত শাহ। দুজনের ৫৩ রানের জুটি ভাঙ্গে দলীয় ৯৭ রানে। আইজাজকে বোল্ড করেন উসমান খান। পাকিস্তানি বোলিং তোপে নিয়মিত বিরতিহীন ভাবে হংকংয়ে উইকেট পড়তে থাকে। দলীয় ১০০ রান করার আগেই হারায় ৯ উইকেট। শেষ উইকেটটি রান আউট হয়। ৩৭.১ ওভারে উইকেট সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে হংকং। পাকিস্তানকে জিততে হলে ১১৭ রান করতে হবে। তথ্যসূত্র: বিডি-প্রতিদিন একে/০৯:২৩/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xm9fBi
September 17, 2018 at 03:20AM
16 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top