আবু ধাবি, ১৭ সেপ্টেম্বর- এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ে এক পা পিছিয়ে গেছে শ্রীলঙ্কার। বলা যায়, টাইগার বোলারদের কাছে পাত্তাই মিলেনি লঙ্কান ব্যাটসম্যানদের। ওই জয়ে এগিয়েছে বাংলাদেশ আর স্বাভাবিকভাবেই মানসিকভাবে পিছিয়ে পড়েছে এশিয়ার ক্রিকেটের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কা। আজ সোমবার বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামছে লঙ্কানরা।আজকের ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না শ্রীলঙ্কা। এ ম্যাচে হারলেই বিদায় নিতে হবে লঙ্কানদের। তাই এ ম্যাচটি লঙ্কানদের জন্য ডু অর ডাই ম্যাচ হিসেবে পরিগণিত হয়েছে। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন আর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে উজ্জীবিত থাকা আফগানরা আবুধাবিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, গুলবদীন নাঈব, হাসমতুল্লাহ শহীদী, আসগর আফগান (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান ও আফতাব আলম শ্রীলঙ্কা: কুলস মেন্ডিস, উপল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দাসুন শানাকা, থিসারা পেরেরা, শাহান জয়সুরিয়া, আকিলা দানঞ্জয়, দুষমান্থ চামিরা ও লাসিথ মালিঙ্গা। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MFkPNE
September 17, 2018 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top